Sunday, September 14

মাওলানা নাযির আহমদ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের  বড়দেশ বাজারস্থ মাদানী পাঠাগার কার্যালয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর)   অনুষ্ঠিত হয়েছে মাওলানা নাযির আহমদ (রহ.) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েস্থগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম এবং পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ আশরাফ আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ জামেয়ার শাইখুল হাদীস মাওলানা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হামিদুর রহমান ক্বাসেমী, মাওলানা শাহিদুর রহমান দেওবন্দী, মিরারচটি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া এবং বড়দেশ আসআদুল উলূম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মালিক।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “উম্মাহর কল্যাণের উদ্দেশ্যে মাওলানা নাযির আহমদ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। যেমন নবি করিম (সা.) হিলফুল ফুজুল গঠন করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, তেমনি এই ফাউন্ডেশনও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন।”

জানা যায়, ফাউন্ডেশনটির উদ্যোক্তা হলেন কায়েস্থগ্রাম নিবাসী মাওলানা আব্দুস শহীদ ও তাঁর পরিবার। তিনি মাওলানা ইউসুফ আলী (রহ.)-এর পুত্র, মাওলানা আজিজুর রহমান (রহ.)-এর পৌত্র এবং মাওলানা নাযির আহমদ (রহ.)-এর প্রপৌত্র। প্রখ্যাত এই আলেমের নামেই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল হান্নান, মাওলানা নূরুল আম্বিয়া, হাফিজ জসিম, হাফিজ মাওলানা খালিদ আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহমান, হাফিজ সৈয়্যদ, মাওলানা নিজামসহ এলাকার আলেম-ওলামা ও সুধীজন। পরিশেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়