Thursday, September 18

কানাইঘাটে ঘোড়া নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তি গুরুতর আহত


নিজস্ব প্রতিবেদক ::

কানাইঘাটে বসতবাড়ির রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে যাওয়া নিয়ে বিরোধের জেরে জসিম উদ্দিন  নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত জসিম উদ্দিন কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে। এ ঘটনায় আহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে ফাতিমা বেগম ও তার স্বামী মানিক উদ্দিনকে আসামি করে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন তার ঘোড়া চরানোর উদ্দেশ্যে মাঠে নিয়ে যান। এ সময় ঘোড়াটি তার হাত থেকে ছুটে গিয়ে পাশের একটি ধানক্ষেতে প্রবেশ করে। পরে তিনি ঘোড়াটিকে নিয়ন্ত্রণে নিয়ে একই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে মানিক উদ্দিনের বাড়ির সামনের রাস্তা দিয়ে ফেরানোর চেষ্টা করেন।

এ সময় মানিক উদ্দিন ও তার স্ত্রী ফাতিমা বেগম ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিনের ওপর চড়াও হন। এক পর্যায়ে ফাতিমা বেগম লোহার সাবল দিয়ে জসিম উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলার পর থেকে আসামিরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়