নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট-জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর ) কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের ঈদগাহ বাজার ও চতুল বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফা ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী,বড়চতুল ইউপির প্যানেল চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বিএনপি নেতা আলতাফ হোসেন বেলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল হক, পৌর বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য মো. সালাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিন আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম মেম্বার, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান রুমি, বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমান, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সোবহান আজাদ, যুবদল নেতা সায়মন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-যোগাযোগ সম্পাদক ওলিউর রহমান চৌধুরী শাহজাহান, শাহপরান (রহ.) থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ চৌধুরী ও হাসিব আহমদ, বড়চতুল ইউপি সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব রুহুল আমিন, ১নং বারহাল ইউপি সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দল নেতা সাবুল আহমদ, উপজেলা যুবদল নেতা মাহফুজ খান, শাহেদ আহমদ, মনজুর আহমদ, রেদওয়ান আহমদ, নাওয়াফ চৌধুরী, আনিছ প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়