নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জমিয়তের খেজুর গাছ প্রতীকের পক্ষে ৪১ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বাদ জুহর কানাইঘাটের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী।
সভাপতির বক্তব্যে আল্লামা দুর্লভপুরী বলেন, “সকলকে মনোবল শক্ত রেখে ইমানী শক্তির বলে এগিয়ে যেতে হবে। বাতিলের মোকাবেলা করাই আমাদের মূল লক্ষ্য। প্রয়োজনে সর্বস্ব বিসর্জন দিতেও আমরা প্রস্তুত। নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।”
আলোচনার ভিত্তিতে আগামী নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য জমিয়তে উলামা বাংলাদেশ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীকে আহ্বায়ক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী পনের দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতি ইবাদুর রাহমান কাসেমী, জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ চতুলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেলাল আহমদসহ মাওলানা হারুন রশিদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আসআদ আহমদ, মাওলানা হারিস উদ্দিন, মাওলানা কামিল আহমদ, হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মুফতি নুরুল আলম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা আবদুল মুমিন, মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ এহসান এলাহী, মাওলানা আহমদ আলী, মাওলানা জুনায়েদ আহমদ শামসী, মাওলানা মুশাহিদ প্রমুখ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়