Wednesday, August 26

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে বিএনপি!


ঢাকা: বিএনপি ও খালেদা জিয়া সব সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, তারা এক সেকেন্ডও বসে নেই। বুধবার বিকালে রাজধানী মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলায়তনে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভাটি আয়োজন করে। নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ হই। ক্ষমতায় আছেন বলেই সামান্য দুই চার পয়সার ভাগবাটোয়ারা আপনারা ত্যাগ করতে পারেন না। দেশ, দল ও জননেত্রী শেখ হাসিনার বৃহত্তর স্বার্থে সামান্য কিছু পাওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা ঐক্যবন্ধ থাকুন তাহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কিছুই হবে না। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন দেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। ষড়যন্ত্রকারীরা, খালেদা জিয়ারা এক সেকেন্ডের জন্যও বসে নেই। তারা সবসময় সুযোগ খুঁজে। সুযোগ সৃষ্টির প্রচেষ্টা করে। আমাদের কাজ হবে যতবারই তারা প্রচেষ্টা করবে আমরা তাদের কায়েমি হতে দেব না। সেটিই থাকতে হবে আমাদের মূল দৃঢ়তা। তিনি বলেন, বিএনপি কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি। কোনোদিন মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। আওয়ামী লীগের পাপ কী? বঙ্গবন্ধুর পাপ কী? তাদের সাধের পাকিস্তানকে ভেঙে দেয়া। সেই আঘাত তারা সহ্য করতে পারেনি। এর প্রতিশোধ নিতে তারা প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছে। তাদের সেই প্রচেষ্টা চলছে এবং চলবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। যদি আমরা সজাগ না থাকি, এখন যদি প্রস্তুত না থাকি, তাহলে সে ঘটনা আবারও ঘটাতে চাইবে। জনপ্রশাসন মন্ত্রী বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতাই ঠিকই আছি। আমাদের গার্ড আরও শক্তিশালী হতে হবে। ক্ষমতায় এলে যদি আপনারা মনে করেন আমরা নিরাপদ, কিন্তু তা না। আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমরা যদি সবকিছুকে হেলায় হেলায় করি, নিজেদের ভেতরে কোন্দল সৃষ্টি করি, নিজেদের দ্বন্দ্বের কারণে সংগঠনের ভেতরে বিবেদ সৃষ্টি করলে আমরা দুর্বল হয়ে যাবো। তখনই কিন্তু তারা আবার আঘাত হানবে। বিএনপিকে খুনি ও ষড়যন্ত্রকারীদের দল আখ্যায়িত করে সৈয়দ আশরাফ বলেন, বিএনপি ষড়যন্ত্রকারীদের দল, খুনিদের দল। এ দল সব সময় পরিকল্পনা করে কিভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জাতীয় নেতাদের ধ্বংস করা যায়। শেখ হাসিনাকে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের এবং শতশত নেতাকর্মীর মৃত্যুর ভার প্রতিদিন বইতে হচ্ছে। তাকে বারবার আত্মত্যাগ করতে হচ্ছে। এখনও ষড়যন্ত্র হচ্ছে প্রতিদিনই তার ওপর হামলা করার পরিকল্পনা হচ্ছে। তিনি বলেন, ২১ আগস্ট এবং ১৫ আগস্টের লক্ষ্যের মধ্যে ব্যবধান আছে। ১৫ আগস্টের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা এবং স্বাধীনতা নস্যাৎ করা। অন্যদিকে ২১ আগস্টের লক্ষ্য ছিল নেত্রীসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বকে এক হামলায় শেষ করে দেয়া। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে এদেশের মানুষ কখনও ভুলে যেতে পারে না। বঙ্গবন্ধু মৃত হলেও তিনি আমাদের সব আশা এবং ভরসা। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকেও আমাদের সব আশাও ভরসা। এটা একই সঙ্গে গাঁথা। তাই আওয়ামী পরিবারের সবার প্রতি পরিপূর্ণ ঐক্যের ডাক আমি দিয়ে যেতে চাই। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়