রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার ও সাতবাঁক ইউনিয়নে বনজ, ফলদ ও ঔষধি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে ১৫০ পরিবারের মধ্যে প্রত্যেককে ৮টি করে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট জেলা এডহক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম,রেড ক্রিসেন্ট সদস্য জুলাই যোদ্ধা আবু সাঈদ,সমাজসেবক ওলিউর রহমান চৌধুরী শাহজাহান ও হাফিজ আহমদ সুজন।
অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্টের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন। এছাড়া সমাজসেবক আব্দুর রহমান, আব্দুল বাসিতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়