Thursday, August 13

কানাইঘাটে এসিডি চেয়ারম্যান সংবর্ধিত


নিজস্ব প্রতিবেদক: এ্যাসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট সোসাইটি (এসিডি)’র চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার বদর উদ্দিন আহমদকে কানাইঘাট পাবলিক স্কুলের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলার রহিম উদ্দিন ভরসার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী ডাঃ মুফাজ্জিল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি এসিডি’র চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা বদর উদ্দিন আহমেদ বলেন, সুদুর প্রবাসে স্বপরিবার নিয়ে বসবাস করলেও জন্মভূমি কানাইঘাটের মানুষের জীবন মানের পরিবর্তন ও শিক্ষার সার্বিক উন্নয়নে তার মন সব সময় কাঁদে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সব ধরনের সাহায্য সহযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে এসিডি সব সময় কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করে বদর উদ্দিন আহমেদ আরো বলেন, এজন্য শিক্ষার্থীদের গুরু জনদের সম্মান এবং পারিবারিক শাসনের মাধ্যমে সুশিক্ষায় বড় হয়ে সমাজকে আলোকিত করতে হবে। পাবলিক হাই স্কুলের ভবন নির্মাণ সহ আনুসাঙ্গিক উন্নয়নে এসিডির সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। স্কুলের সহকারী শিক্ষক সুকান্ত দাস সুমনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ এস.এম মঞ্জুর রহমান, কানাইঘাট ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল সহ অধ্যাপক লোকমান হোসেইন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মনোয়ার হোসেন বদরুদ্দুজা, এসিডি’র সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন, এসিডির সদস্য চিত্রশিল্পী ভানু লাল দাস, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, ছাত্রনেতা মোঃ শাহাব উদ্দিন, স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মনির আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে স্কুলের ভবন নির্মাণ সহ শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার বদর উদ্দিন আহমদকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এসিডির উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়