Thursday, August 13

কানাইঘাট ইসলামী ব্যাংকের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় খেয়াঘাট বাস স্ট্যান্ডে বৃক্ষ রূপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। শাখা ব্যবস্থাপক আইয়ুব আলীর সভাপতিত্বে ও আরডিএসের প্রজেক্ট অফিসার সাইফুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্য্যক্রমে উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলার শরিফুল হক, সাবেক কাউন্সিলার হাজী সফর আলী, কানাইঘাট উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষক মোহাম্মদ আলী প্রমুখ। ১৫০ পরিবারকে বিভিন্ন প্রজাতির ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়