Friday, May 30

ঈদুল আযহা উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের সভা


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার হাট-বাজারগুলো ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ইজারাদারের উপস্থিতিতে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে হাট-বাজারগুলো গরুর বাজার সঠিক ভাবে পরিচালনা এবং কানাইঘাট বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সকল হাটের যানজট নিরসন এবং বাজার কেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ প্রস্তুতি সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী গরুর বাজার পরিচালনা করার জন্য বাজারের ইজারাদারদের নির্দেশ দেন। সরকারি নির্দেশ অমান্য করে রাস্তার উপর পশুরহাট বসালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। সেই সাথে ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য থানা পুলিশের প্রতি নির্দেশনা দেন তিনি।

সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) মোঃ আবু সায়েম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, আনসার ভিডিপি কর্মকর্তা মুহিদুল হক সহ বিভিন্ন হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়