Tuesday, June 23

আ.লীগ ক্ষমতায় থাকা মানে জনগণের লাভ


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে। অল্প সময়ের মধ্যে জাতি একটি সংবিধান পেয়েছে। যে সংবিধান পৃথিবীর আর কোনো দেশে নেই। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের মানুষের কিছু পাওয়া। দেশের মানুষের পাশে থাকা। বাংলাদেশের ইতিহাসে সাত ভাগ প্রবৃদ্ধি আওয়ামী লীগ সরকারই করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিদ্ধস্থ দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তারা শুধু বঙ্গবন্ধুকে শেষ করেনি, তারা একট আদর্শকে শেষ করতে চেয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের ভালবাসায় বঙ্গবন্ধুর সেই আদর্শই এখন টিকে আছে। তিনি বলেন, আমরা এমন এক সময় দায়িত্ব নিয়েছি, যখন বিশ্বে অর্থনৈতিক মন্দা ছিল। সেই মন্দা মোকাবেলা করে আমরা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র অনেকেই করেছে। কিন্তু সেই ষড়যন্ত্র কখনও সফল হয়নি। অনেক ঝড় মোকাবেলা করে আওয়ামী লীগ টিকে আছে। টিকে থাকবে। এগিয়ে যাবে। এগিয়ে যাবে বাংলাদেশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়