শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে বাংলাদেশে-ভারতের মধ্যে সম্পর্কে চির ধরে। চলছে নানা টানাপড়েন। এর মধ্যেই ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিমল মিশ্রী। আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের আলোচনা (ফরেন অফিস কনসালটেশন, সংক্ষেপে এফওসি) । দুই দেশের পররাষ্ট্রসচিবরা এফওসিতে নেতৃত্ব দেবেন। বৈঠকে ভারতকে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতা বোঝার আহ্বান জানাবে ঢাকা।
ভারতের পররাষ্ট্রসচিব তার সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
গত ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম ঢাকা সফর।
সূত্র বলছে, সফরে বাংলাদেশে ধর্মীয়সহ অন্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং সবার আইনি অধিকারের গুরুত্ব তুলে ধরতে পারে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর আইনি অধিকার এবং স্বচ্ছ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া দেখতে চায় ভারত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গ আসবে কি না তা এখনো নির্ধারিত নয়। কারণ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে পদক্ষেপ নিতে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু বলেনি।’
তিনি বলেন, ‘দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা যেন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন, ভারতকে এ বিষয়টি নিশ্চিতে আহ্বান জানালেও কোনো উত্তর দেয়নি দেশটি।’
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়