Tuesday, June 23

চলে গেলেন সিস্টার নির্মলা


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: মিশনারিজ অব চ্যারিটির প্রাক্তন প্রধান সিস্টার নির্মলা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। এরপর মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সিস্টার নির্মলার মরদেহ বুধবার সকালে মাদার হাউসে নিয়ে আসা হবে। শেষকৃত্য হবে বুধবার বিকালে। মাদার তেরেসার পর তিনি মিশনারিজ অব চ্যারিটির দায়িত্ব নেন। ২০০৯ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন। সিস্টার নির্মলার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি টুইট করে বলেন, ‘চ্যারিটি পরিবারের সকলের জন্যে আমার গভীর সমবেদনা রইল। সিস্টার নির্মলা তার সারা জীবন গরিব-দুঃখী মানুষের জন্যে বিলিয়ে দিয়েছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ মমতা টুইট করে বলেন, ‘সিস্টার নির্মলার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মাদার তেরেসার পর তিনি মিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন। কলকাতাসহ সারা বিশ্বই তার অভাব অনুভব করবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়