কানাইঘাট নিউজ ডেস্ক:
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট সার্ভান্দো ‘লা টুটা’ গোমেজকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির পুলিশ। এ গ্রেপ্তারের ঘটনায় মাফিয়াদের সংঘর্ষে জর্জরিত দেশটির সরকারের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে।
সাবেক শিক্ষক ৪৯ বছর বয়সী ওই মাদক সম্রাট মিশোয়াকান প্রদেশে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হিসেবে বিরাজ করছিল। গোমেজের বাহিনীর সঙ্গে সরকারী নিরাপত্তা বাহিনীগুলোর সংঘর্ষ চলছিল বহুদিন ধরেই।
গত সেপ্টেম্বরে অপহরণের পর ৪৩ জন শিক্ষানবীশ শিক্ষককে হত্যার ঘটনায় মেক্সিকোজুড়ে ক্ষোভের সৃষ্টি হলে প্রেসিডেন্ট পেনা নিয়েতো গোমেজেকে গ্রেপ্তারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ওই অপহরণ ও হত্যাকাণ্ডে গোমেজের বাহিনীর সঙ্গে দেশটির দুর্নীতিগ্রস্ত বেশকিছু পুলিশেরও যোগসাজশ ছিল।
কয়েকমাস ধরে গোয়েন্দা নজরদারিতে রাখার পর শুক্রবার গোমেজকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মেক্সিকো পুলিশ। মিশোয়াকান প্রদেশের রাজধানী মোরেলিয়ার একটি বাড়ি থেকে কয়েকজন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গোমেজকে গ্রেপ্তারের পর প্রেসিডেন্ট পেনা নিয়েতো এক টুইটার বার্তায় বলেন, ‘গোমেজকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মেক্সিকোতে আইনের শাসন শক্তিশালি হবে এবং দেশজুড়ে শান্তি প্রতিষ্ঠার পথ প্রসারিত হবে।’
গোমেজকে গ্রেপ্তারের আগে গত এক সপ্তাহে তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও অনেক সম্পদ জব্দ করা হয়।
সাত সন্তানের জনক গোমেজের নাম মেথাম্ফেটামিন ও কোকেন পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড মাফিয়া তালিকায়ও অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সালে মেক্সিকোর ফেডারেল পুলিশ বাহিনীর ১২ কর্মকর্তার হত্যাকাণ্ডেও জড়িত ছিল গোমেজ।
মেক্সিকো কর্তৃপক্ষ তাকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে সে জঙ্গলে পালিয়ে বসবাস করতো।
মেক্সিকো সরকার ২০০৭ সাল থেকে দেশটির মাদক চক্রগুলোর বিরুদ্ধে সেনা অভিযান শুরু করে। এরপর থেকে মাদক সংশ্লিষ্ট সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১ লাখ মানুষ নিহত হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়