Saturday, February 28

জাপার ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে: এরশাদ


চট্টগ্রাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এ সরকারকে আর চায় না। বিএনপিকেও চায় না। এ অবস্থায় জাতীয় পার্টির সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই। যদি নিরপেক্ষ ও সঠিক নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে। আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন এরশাদ। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। এরশাদ বলেন, “জাতীয় পার্টির সরকারের ৯ বছর ছিল স্বর্ণযুগ। সে সময় মাত্র দুইজন লোক মারা গিয়েছিল, আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আর এখন প্রতিদিন লোক মারা যাচ্ছে। কারো কোন মায়া-মমতা নেই।” তিনি বলেন, “ক্ষমতার দ্বন্দ্বে মানুষ মরছে, ব্যবসা-বাণিজ্য বন্ধ হচ্ছে, মানুষ অনাহারে থাকছে। কারও মনে শান্তি নেই, স্বস্তি নেই।” খালেদা জিয়ার উদ্দেশে এরশাদ বলেন, “নিরপরাধ হয়েও তার প্রতিহিংসার শিকার হয়ে আমি জেলে গিয়েছি। আমার শিশু সন্তানকেও জেলে নেয়া হয়েছিল। আর এখন তিনি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করছেন।” দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, “জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব না করলে দলের কাজে গতি আসতো না। সব ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করুন। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ভোটে জিতে আমরাই ক্ষমতায় যাবো।” চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও নারী সাংসদ মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আরও উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক শামসুল আলম মাস্টার, উত্তর জেলা আহ্বায়ক শায়েস্তা খান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়