Saturday, February 28

অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত দাবি বিএনপির


ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসী বাংলাদেশি লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ দাবি জানান। বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমি ও টিএসসির মতো স্থানে নিশ্ছিদ্র পুলিশ বেষ্টনীর মধ্যেও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড প্রমাণ করে সরকার এদেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ২৬ ফেব্রুয়ারি রাত ৯টায় সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায় স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বই মেলা থেকে ফেরার পথে জঙ্গিরা তাদের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পুনরায় রিমান্ডে নেয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, শারীরিকভাবে গুরুতর অসুস্থ রিজভীকে হত্যার উদ্দেশ্যেই সরকার গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত কারাগারে না নিয়ে তাকে ২৯ দিন লাগাতার পুলিশি রিমান্ডে নেওয়ার নজিরবিহীন ঘৃন্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। রিজভী আহমেদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, নিপীড়ক এই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রাম কেবলই বিএনপি এবং ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এই লড়াই সমগ্র দেশের জনগণের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে সালাহ উদ্দিন বলেন, ‘আপনার স্মরণে রাখা উচিৎ, আপনার পিতা বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে যেমন আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দিয়েছিল, তেমনি আপনিও পিতার পদাঙ্ক অনুসরণ করে পুনরায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাফন করার আয়োজন করেছেন।’ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সকল পাড়ায়-মহল্লায় জনগণের নেতৃত্বে স্বত:স্ফুর্তভাবে প্রতিরোধ-সংগ্রাম কমিটি গড়ে উঠেছে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, জনগণের স্বত:স্ফূর্ত প্রতিরোধের মুখে অতি শীঘ্রই অবৈধ এই সরকার পালাতে বাধ্য হবে। রাস্তায় কয়েকটি গাড়ি চলাচল দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তৃপ্তির ঢেঁকুর তুললেও আন্দোলনে তৃণমূলের ব্যাপক অংশগ্রহণ আওয়ামী সরকারকে সমূলে উৎপাটন করতে বেশি সময়ের প্রয়োজন হবে না। চলমান আন্দোলনে সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সময়ের পরিবর্তনে এ সকল নারকীয় হত্যাকাণ্ডে দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচার করা হবে। চলমান আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আগামীকাল দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল ও রবিবার সারাদেশে গণমিছিল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়