Monday, October 27

দেশের সেরা বোলার তাইজুল


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ১১৪ রানের বিধ্বস্ত করার পথে ৮ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে পেছনে ফেলে ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন এই বাঁহাতি স্পিনারের। টেস্টের এক ইনিংসে ৮ উইকেট নেয়ার ঘটনা বাংলাদেশের কোনো বোলারের জন্য প্রথম। তাইজুলের বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেই সেশনেই ইনিংসে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তাইজুল। অভিষেক টেস্টের মতো দেশের মাটিতেও নিজের প্রথম টেস্টেও এই কীর্তি গড়লেন তিনি। দ্বিতীয় সেশনেও অপ্রতিরোধ্য ছিলেন তাইজুল। ৩৯ রানে ৮ উইকেট নিয়ে একাই তিনি ধসিয়ে দেন জিম্বাবুয়ের ইনিংস। তাই বাংলাদেশেকে ১০১ রানের চেয়ে বড় লক্ষ্য দিতে পারেনি অতিথিরা। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয় তাইজুলের। কিংসটাউনে নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ রানে ৫ উইকেট নেন তাইজুল। দ্বিতীয় টেস্টে খুব একটা ভালো করতে পারেননি। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ১ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে সোমবার সকালে টানা বল করে যাওয়া এই বাঁহাতি স্পিনার প্রথম সেশনেই ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট পেয়ে যান। দ্বিতীয় সেশনের শুরুতেই নেন বাকি তিন উইকেট। ভুসি সিবান্দাকে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে উইকেট শিকার শুরু করেন তাইজুল। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে প্রথম জয় এনে দেয়ার পর ৯৫ রানে ৭ উইকেট নেন এনামুল হক। ২০০৮ সালে চট্টগ্রামেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙেছিলেন সাকিব। বাংলাদেশের বোলারদের ইনিংসে সেরা বোলিং: খেলোয়াড় ওভার মেডেন রান উইকেট প্রতিপক্ষ মাঠ তারিখ তাইজুল ইসলাম ১৬.৫ ৭ ৩৯ ৮ জিম্বাবুয়ে ঢাকা ২৫ অক্টোবর ২০১৪ সাকিব আল হাসান ২৫.৫ ৭ ৩৬ ৭ নিউজিল্যান্ড চট্টগ্রাম ১৭ অক্টোবর ২০০৮ এনামুল হক ৩৫.০ ৯ ৯৫ ৭ জিম্বাবুয়ে ঢাকা ১৪ জানুয়ারি ২০০৫ শাহাদাত হোসেন ১৫.৩ ৮ ২৭ ৬ দক্ষিণ আফ্রিকা ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০০৮ এনামুল হক ২২.২ ৫ ৪৫ ৬ জিম্বাবুয়ে চট্টগ্রাম ৬ জানুয়ারি ২০০৫ সাকিব আল হাসান ২৪.৫ ৫ ৫৯ ৬ জিম্বাবুয়ে ঢাকা ২৫ অক্টোবর ২০১৪ রবিউল ইসলাম ১৯.০ ১ ৭১ ৬ জিম্বাবুয়ে হারারে ১৭ এপ্রিল ২০১৩ সোহাগ গাজী ২৩.২ ২ ৭৪ ৬ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ১৩ নভেম্বর ২০১২ মোহাম্মদ রফিক ৩৭.২ ৭ ৭৭ ৬ দক্ষিণ আফ্রিকা ঢাকা ১ মে ২০০৩ সোহাগ গাজী ২৬.০ ৪ ৭৭ ৬ নিউজিল্যান্ড চট্টগ্রাম ৯ অক্টোবর ২০১৩

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়