Monday, October 27

সিনেমা পরিচালনা করবেন শাবনূর!


বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে এবার তাকে একটু ভিন্ন রূপে দেখা যাবে। শুধু অভিনয় নয় আগামী বছর থেকে সিনেমা পরিচালনার কাজেও হাত দিবেন এ অভিনেত্রী। এ জন্যই অস্ট্রেলিয়া থেকে চলচ্চিত্র নির্মাণের উপর কোর্সও করেছেন তিনি। শাবনূর অভিনীত কয়েকটি সিনেমার কাজ এখনো বাকি রয়েছে। প্রথমে সে সব সিনেমার কাজ আগে শেষ করবেন। তবে নতুন সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্র বাছাইয়ে খুব যত্নশীল থাকবেন বলে জানা গেছে। দেশে ফিরে এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন এ শাবনূর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়