Monday, October 27

পেপসি ডিআরইউ ক্রিকেটে চ্যানেল টোয়েন্টি ফোর চ্যাম্পিয়ন


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ট্রান্সকম বেভারেজেসের পৃষ্ঠপোষকতায় পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন চ্যানেল টোয়েন্টি ফোর। আসরের ফাইনালে তারা যমুনা টিভিকে ৪৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে চ্যানেল টোয়েন্টি ফোর প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৯৪ রান তুলে। জবাবে যমুনা টিভি ৪ উইকেটে ৪৬ রান তুলতে সমর্থ হয়। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন চ্যানেল টোয়েন্টি ফোরের আজিজুর রহমান কিরণ এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন চ্যানেল টোয়েন্টি ফোরের রাশেদ নিজাম। ফাইনাল শেষে প্রধান অতিথি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এমপি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মেডিক্যাল কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পেপসিকোর কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিশস্থা, ট্রান্সকম বেভারেজেসের মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসেন, ডিআরইউর সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, অর্থ-সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও দৈনিক ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ। এবার সর্বাধিক ৪১টি মিডিয়া হাউজ এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়