Thursday, September 11

যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে কড়া নিরাপত্তা


নিউইয়র্ক: পেন্টাগনে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্র জুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে প্রধান শহরগুলোতে নিরাপত্তা বেশি জোড়দার করা হয়েছে। জঙ্গিরা হামলা চালাতে পারে মার্কিন গোয়েন্দা বিভাগের দেয়া তথ্যানুযায়ী এ সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট আইনশৃংখলা বিভাগ। গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১টি বিমান নিখোঁজ হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ওইসব বিমান নাশকতায় ব্যবহারের উদ্দেশে অপহরণ করেছে জঙ্গিরা। আজ বৃহস্পতিবার ৯/১১ হামলার ১৩তম বার্ষিকীতে আবারও জঙ্গিদের হামলা হতে পারে বলে সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন দুই সপ্তাহ আগেই মার্কিন সরকারের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, এবার জঙ্গিরা যুক্তরাষ্ট্রে হামলা চালালে বেশ কয়েকটি এয়ারক্রাফট ব্যবহার করতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরে হামলার আশঙ্কা সবচেয়ে বেশি। এদিকে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র মুখপাত্র গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অসম্মতি জানিয়েছেন। তবে দ্বিতীয় একজন মুখপাত্র জানান, গোয়েন্দা প্রতিবেদনটি আমরা পর্যালোচনা করে দেখছি। তবে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। এদিকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর নিখোঁজ বিমানগুলোর সন্ধান চালাতে শুরু করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর। ত্রিপোলি থেকে নিখোঁজ বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বহুতল ভবনে হামলা চালানোর আশঙ্কা করা হচ্ছে। তবে ২ বছর আগে লিবিয়ায় ১১ সেপ্টেম্বরেই মার্কিন দূতাবাসের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার মার্কিন নাগরিক নিহত হন। এছাড়া ২৫ আগস্ট ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহীরা। বিমানবন্দরের দখল নেয়ার পর বেশ কয়েকটি বিমান ধ্বংস করে দেয় তারা। কিছু বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দাদের ধারণা ছিল, নিখোঁজ বিমানগুলোকে ১১ সেপ্টেম্বর হামলার কাজে লাগানো হতে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়