ঢাক: রাজধানীর কাওরান বাজারের রেলক্রসিংয়ে ট্রেনের নীচে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা জায়নি।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাওরান বাজার এলাকার মাছ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় বেশ কয়েকজন ট্রেনের নিচে কাটা পড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হয়। ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। তবে আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়