Friday, September 19

কঠোর সমালোচনার মুখে হেমা মালিনী


বিনোদন ডেস্ক : বিধবাদের সম্পর্কে তির্যক ভাষায় কথা বলার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি’র সাংসদ হেমা মালিনী। হেমা মথুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বৃন্দাবনে আসা বিধবাদের সম্পর্কে তিনি বলেন, বিহার ও বাংলার বিধবা নারীরা বৃন্দাবনে এসে ঝামেলা করো না। তোমরা তোমাদের এলাকাতেই থাকো। তোমাদের উচিত হবে না পবিত্র শহর বৃন্দাবনে ভিড় জমানো। তিনি আরও বলেন, বৃন্দাবনে থাকা বিধবাদের ব্যাংক ব্যালেন্স আছে, উপার্জন ভাল এবং ভাল থাকার জায়গাও আছে। তার পরও ভিক্ষা করা তাদের অভ্যাস। উল্লেখ্য, হিন্দুদের পবিত্র শহর বৃন্দাবনে অসংখ্য দুস্থ হিন্দু বিধবা বাস করেন। গত সোমবার বিজেপি’র ৬৫ বছর বয়সী এ তারকা সাংসদ নিজ আসন মথুরা পরিদর্শনে যান। বৃন্দাবন ওই আসনেরই একটি অংশ। সেখানেই তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বৃন্দাবনে ৪০ হাজার বিধবা রয়েছে। আমি মনে করি, এখানে আর কোন জায়গা নেই। বিধবাদের একটা বড় অংশ আসছে বাংলা থেকে। তারা কেন সেখানেই থাকছে না? সেখানেও অনেক সুন্দর সুন্দর মন্দির রয়েছে। একই কথা প্রযোজ্য বিহারের ক্ষেত্রেও। উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে সাংসদ হিসেবে নির্বাচিত হন হেমা। তবে নিজ নির্বাচনী আসনে অনুপস্থিতির কারণে অল্প কিছুদিন পরেই ‘মালিনী হারিয়ে গেছে’ এ রকম কিছু পোস্টার ছাপানো হয় তার নির্বাচনী এলাকায়। এ ছাড়া লোকসভায় টানা অনুপস্থিতির কারণেও সমালোচিত হন একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়