স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীন ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় প্রো ভিসি নাসরিন আহমদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন। গত ১২ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৮৪০ জন।
ভর্তি ইচ্ছুকরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে www.admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে DU<>Ka<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।
এদিকে আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় দুই হাজার ২২১ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৪১ জন শিক্ষার্থী অংশ নেন। এ জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়