বাংলাদেশে প্রথমবারের মতো আসছে ৩০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন। চলতি মাসেই গ্লোরি এম৪ মডেলের স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে। এর ব্যাটারি ব্যাকআপের সত্যতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সব কাস্টমার সার্ভিস সেন্টারে ব্যাটারির পাওয়ার টেস্টিং ডিভাইস থাকবে। গ্রাহকরা চাইলে তাদের হ্যান্ডসেটের ব্যাটারির প্রকৃত মিলিঅ্যাম্পিয়ার পরখ করে দেখতে পারবেন। ফোনটিতে থাকবে ৫.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমচালিত এ ফোনের পেছনে থাকবে ৮ মেগাপিঙ্লে এবং সামনে ৫ মেগাপিঙ্লে ক্যামেরা, উন্নত প্রযুক্তির সেন্সর এবং ওটিজি ব্যবহারের সুবিধা। হ্যান্ডসেটটি থ্রিজি, ইডিজিই, জিপিআরএস, ডবিস্নউএপি, ওয়্যারলেস ট্রান্সমিশন, এইচএসইউপিএ ও এইচএসপিএ+ নেটওয়ার্ক সাপোর্ট করে। হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৬৬ গ্রাম। ফোনটির দাম ১১ হাজার ৯৫০ টাকা। এটি বাজারে আনছে দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড ম্যাপল মোবাইল। প্রযুক্তি ডেস্ক
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়