গোপালগঞ্জ প্রতিনিধি : টেলিভিশনের টকশোগুলোতে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক আছে তাদের কোন কিছুই ভাল লাগে না। সব কিছুতে কিন্তু খোঁজে। তারা এসি রুমে বসে শুধু সমালোচনা করে। তাদের কোন যোগ্যতা নেই দেশ পরিচালনা করার ও জনগণের পাশে দাঁড়ানোর, তবে এদের ক্ষমতায় যাওয়ার লোভ আছে। তারা পরাজিত শক্তি ইয়াহিয়ার প্রেতাত্মা এবং পা লেহনকারী। আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সবার আগে আমরাই দিয়েছিলাম এবং বিদ্যুৎ সরবরাহ আমরাই দিয়েছি। তারা আমাদেরই বেশি সমালোচনা করে।২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে আমাদের অপবাদ দেওয়া হয়েছিল, আমরা প্রতিবাদ দিয়েছি, চ্যালেঞ্জ করেছি। প্রমাণ হয়েছে সেখানে কোন দুর্নীতি হয় নাই। তিনি বলেন, যারা অপবাদ দিবে তাদের টাকা দেয়ার দরকার নেই। নিজের টাকায় পদ্মা সেতু করছি। পদ্মা নদী শাসন ও মূল সেতু নির্মাণে এক সঙ্গে শুরু হবে, ২০১৮ সালের মধ্যে শেষ হবে। সকাল ১০টার দিকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়