Thursday, September 11

রক পাইথন গিলে ফেলল হরিণ!


ঢাকা: বতসোয়ানার ন্যাশনাল পার্কে বিশাল একটি আফ্রিকান রক পাইথন সাপ একটি ইমপালাকে(হরিণ জাতীয় প্রাণি) গিলে ফেলছে এমন খবর পাওয়া গেছে। ঘটনা ঘটার সময় এক ডাচ ফটোগ্রাফার কয়েকটি ছবিও তুলে ফেলেছেন। ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। রক পাইথন গিলে ফেলল হরিণ! ওই ছবিতে দেখা যাচ্ছে, বিশাল রক পাইথন সাপটি ইমাপালাটিকে অষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। অসহায় ইমপালার মুখ সাপটির মুখের ভেতরে। ছবিটি দেখে বোঝা যাচ্ছে, সাপটি ইমপালাকে আস্তে আস্তে গিলে খেতে চেষ্টা করছে। রক পাইথন গিলে ফেলল
হরিণ! আফি্কার রক পাইথন সাপ বড় বড় প্রাণি খাওয়ার জন্য বিখ্যাত। আফ্রিকার কিছু জঙ্গলে এ সাপের বাস। তবে সচরাচর লোকালয়ে আসে না। শিকার ধরার সময় এরা চরম হিংস্র রূপ ধারণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়