Thursday, September 11

বন্যার্তদের খোঁজ দিচ্ছে গুগলের নতুন অ্যাপ


কা
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এতদিন ইন্টারনেটে আপনার জন্য জরুরি তথ্য খুঁজে দিয়েছে, কিন্তু এখন তারা বন্যা বা কোনও প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়া বা নিখোঁজদের খুঁজে বের করতেও সাহায্য করছে। এর পেছনে আছে গুগলের একটি নতুন ওয়েব-নির্ভর অ্যাপ্লিকেশন, যার নাম ‘পার্সন ফাইন্ডার’। এই হাতিয়ারকে কাজে লাগিয়েই ভারত-শাসিত কাশ্মীরের হাজার হাজার বন্যার্ত মানুষের সন্ধান পাচ্ছেন তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা। ভারতের যে ন্যাশনাল ডিসঅ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কাশ্মীরের বন্যায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে, তাদের সঙ্গে গুগল ইন্ডিয়ার এ ব্যাপারে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে। আর পার্সন ফাইন্ডার প্রয়োগ করে ফলও মিলছে হাতেনাতে। পার্সন ফাইন্ডারের কাজের পদ্ধতিটা আপাতদৃষ্টিতে খুব সহজ। দুর্যোগকবলিত এলাকায় নিরুদ্দেশ কাউকে আপনি খুঁজছেন এবং ওই এলাকা থেকে যারা উদ্ধার পাচ্ছেন, তাদের মধ্যেকার তথ্য মিলিয়ে দেখে প্রিয়জনদের কাছে হারানো মানুষদের সন্ধান আর খবরাখবর পৌঁছে দিচ্ছে এই অ্যাপ্লিকেশন। গুগল ইন্ডিয়ার প্রতিনিধি রাজনীল কামাথ বলেন, ‘যারা কাউকে খুঁজছেন এবং যারা উদ্ধার পাচ্ছেন দুদিক থেকেই এই সিস্টেমে তথ্য আপলোড করা সম্ভব। কাশ্মীরে অসংখ্য স্বেচ্ছাসেবী কাজ করছেন। উদ্ধারকৃত লোকজনের ব্যাপারে যাবতীয় তথ্য তারা এখানে দিচ্ছেন। আর তা থেকে পার্সন ফাইন্ডার বের করে দিচ্ছে তাদের কেউ খুঁজছেন কি না - তারপর দুপক্ষের মধ্যে সংযোগ ঘটিয়ে দেওয়া হচ্ছে।’ সোজা কথায় এই পার্সন ফাইন্ডার কাজ করছে একটা বিশাল ডেটাবেস বা মেসেজ বোর্ডের মতো। যেমন, কাশ্মীরের বন্যায় যে লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়েছেন, যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে প্রত্যন্ত এলাকায় আটকে আছেন কিংবা অনেকে হতাহত হয়েছেন, তাদের সবার ব্যাপারে তথ্য বিনিময়ের একটা বিশাল উন্মুক্ত ক্ষেত্র হয়ে উঠেছে এই অ্যাপ। ভারতে এই পার্সন ফাইন্ডার টুলটি গুগল প্রথম ব্যবহার করেছিল গত বছরের জুনে উত্তরাখন্ডের বিধ্বংসী ভূমিধস আর বন্যার সময়। তবে কাশ্মীরের বন্যায় এই টুল ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে এবং সরকারি ত্রাণ সংস্থার সঙ্গে সমন্বয় রেখে। গত কয়েক বছরে জাপানের সুনামি, চীনের ভূমিকম্প বা বিশ্বের আরও কয়েকটি বড় বড় বিপর্যয়ের সময় গুগল এই পার্সন ফাইন্ডার টুলটি অল্পবিস্তর ব্যবহার করেছিল। কিন্তু বন্যাকবলিত বহু এলাকায় যেখানে টেলিফোন বা মোবাইল সংযোগ নেই, ইন্টারনেট বা এমন কী বিদ্যুৎ সংযোগ পর্যন্ত নেই, সেখান থেকে কীভাবে দুর্গত মানুষজন সম্পর্কে তথ্য সিস্টেমে আপলোড করা সম্ভব? এর জবাবে গুগল ইন্ডিয়ার রাজনীল কামাথ বলেন, ''কাশ্মীরে পরিস্থিতি ভয়াবহ সেটা আমরা জানি। তবে দুর্গত মানুষদের নিজেদেরই তথ্য আপলোড করতে হবে ব্যাপারটো তা তা নয় ... যে উদ্ধারকারী বা স্বেচ্ছাসেবীরা তাদের কাছে যাচ্ছেন তারা নিজেদের বেসে ফিরে এসে সেখান থেকেও পার্সন ফাইন্ডারে তথ্য তুলে দিতে পারেন। আর সেরকমটা হচ্ছেও প্রচুর।'' বুধবার বিকেলে ভারত-শাসিত কাশ্মীরের জন্য গুগলের পার্সন ফাইন্ডার পেজে প্রায় ৩৫০০ রেকর্ড ট্র্যাক করা হয়েছিলো, তবে এই সংখ্যাটা প্রতি ঘন্টাতেই বাড়ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়