Thursday, September 11

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন ৩ নভোচারি


আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারি। এদের মধ্যে দুজন রাশিয়ান ও একজন আমেরিকান। মহাকাশে ছয় মাসেরও বেশি সময় কাটিয়ে বৃহস্পতিবার তারা কাজাখ স্টিপি অঞ্চলে অবতরণ করেন। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ কথা জানায়। আমেরিকার স্টিভেন সোয়ানসন এবং রাশিয়ার আলেকজান্ডার স্কভরটসভ ও ওলেগ আরটিমিয়েভ গত ২৬ মার্চ মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়