Monday, November 4

কানাইঘাটে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা  আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছে, বর্তমান সরকারের আমলে দেশব্যাপী যে সুষম উন্নয়নমূলক কর্মকান্ড সাধিত হচ্ছে তা অতীতে কোন সরকারের আমলে হয়নি। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে দেশের মানুষ বিরোধী দলের সকল অপপ্রচার প্রত্যাখ্যান করে আবারও আ’লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে। তিনি আরো বলেন, সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে আমন্ত্রণ জানানোর পরও তিনি একেক সময়ে একেক নাটক সাজিয়ে নির্বাচন বানচাল করার জন্য হরতালের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আন্দোলন ও জ্বালাও পোড়াও করে আ’লীগকে ধমানো যাবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আজ সোমবার বিকেল ৫টায় কানাইঘাট ৪নং সাঁতবাক ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপি ও জামায়াত জোটের নৈরাজ্য, হরতাল ও ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় ভবানীগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাঁতবাক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আশিকুর রহমান বুলবুলের পরিচালনায় উক্ত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, ফখর উদ্দিন শামীম, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, নাছির আহমদ, খলিল আহমদ, নাজমুল ইসলাম হারুন। বক্তব্য রাখেন আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, আব্দুল লতিফ, দুদু মিয়া মেম্বার, সেলিম চৌধুরী, আলিম উদ্দিন মেম্বার, আব্দুন নুর, তমিজ মেম্বার, বিলাল আহমদ, থানা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ, যুবলীগ নেতা রুহিন চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা তারেক চৌধুরী, সাহেদ আহমদ, মারুফ আহমদ প্রমুখ। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুজ জহির চৌধুরী, এলজিইডি’র অর্থায়নে ভবানীগঞ্জ বাজার হইতে বাংলা বাজার পর্যন্ত সড়কের পাঁকা করন কাজের শুভ ভিত্তি প্রস্তর করেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়