Monday, November 4

কানাইঘাটে ৭ বোতল ভারতীয় মদসহ ফোরস্টোক আটক

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট থানা পুলিশ আজ সোমবার অনুমানিক ২টার সময় স্থানীয় সুরাইঘাট বাজার থেকে একটি ফোরস্টোক (সিএনজি) সিলেট-থ-১২-৭৭৬৮ গাড়ী যোগে মাদক নিয়ে আসার সময় তল্লাশী চালিয়ে ৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ ফোরস্টোকটি আটক করেছে। সীমান্তের সুরাইঘাট বাজার থেকে মাদক নিয়ে আসা হচ্ছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই হুমায়ুন ও জুলহাস সুরাইঘাট রাস্তার চাউরা নামক চৌরাস্তায় সিএনজি টি আটক করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যাত্রী বেশি মাদক ব্যবসায়ী পালিয়ে রক্ষা পেলেও পুলিশ ৭ বোতল অফিসার্স চয়েস আটক করতে সম হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়