Tuesday, November 5

বিএনপি নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেবে, আশাবাদ হানিফের


ঢাকা: বিএনপি নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে হরতাল বিরোধী এক অবস্থান কর্মসূচিতে তিনি বক্তব্য রাকেন। এসময় তিনি আরো বলেন, যারা সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের নিয়েই এ সরকার গঠন করা হবে।

তিনি আরো বলেন, আমাদের সংবিধানের আলোকে ২৪শে জানুয়ারী মধ্যে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংবিধানের অনুযায়ী হবে। আর সেই নির্বাচনে বিএনপি অংশ গ্রহন করবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়