Wednesday, August 28

নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভায় হট্টগোল

নরসিংদী: বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তুমুল হৈ-হট্টগোল, চেয়ার ভাংচুর, শ্লোগান, পাল্টা স্লোগানের মধ্য দিয়ে বুধবার বিকেলে নরসিংদীর ভেলানগর বাঁধন কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির বিদ্রোহী গ্রুপ সমূহের সকল নেতাকর্মী একত্রে সভায় উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ফজলুল হক মিলন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়া, মিয়া মোহাম্মদ সেলিম। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, সাবেক মহিলা এমপি রোকেয়া আহমেদ লাকী, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, এড. আব্দুল বাছেদ ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, হারুন অর রশিদ হারুন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, সমীর ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উম্মে সালমা মায়া, বি জি রশিদ নওশের প্রমুখ। 
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল আল নোমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন না সরকার যদি তৃতীয় শক্তিকে উস্কে দেয় তাহলে এর দায়িত্ব শেখ হাসিনাকে বহন করতে হবে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলনের ডাক দেয়া হবে। এই আন্দোলনকে বেগবান করার জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশব্যাপী সংগঠনিক সফরের কর্মসূচী হাতে নিয়েছেন। আগামী ৮ সেপ্টেম্বর নরসিংদী থেকে বেগম খালেদা জিয়ার প্রথম যাত্রা শুরু হবে। ঈদুল আযহার পর শুরু হবে সরকার পতনের একদফার আন্দোলন। 
পরে বক্তৃতার এক পর্যায়ে সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আহমেদ খোকন মনোহরদী থানা বিএনপির সভাপতি লেঃ কর্ণেল অবঃ জয়নুল আবেদীন সম্পর্কে কটুক্তি করলে সভায় উপস্থিত জয়নাল আবেদীনের সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে। তারা ফেরদৌস আহমেদ খোকনকে ধরার জন্য মঞ্চের দিকে তেড়ে আসে এবং খোকনকে আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দিতে থাকে। একই সময় অন্যান্য সমর্থকরা খোকনকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। এসময় বেশকিছু চেয়ার ভাংচুর হয়। বেশকিছু নেতাকর্মী সামান্য আহত হয়। এতে সভাস্থলে ব্যাপক হাঙ্গামার সৃষ্টি হয়। এসময় সভাস্থলে উপস্থিত সাধারণ বিএনপি নেতাকর্মীরা ভয়ে দিকবিদিক ছোটাছুটি করে বেরিয়ে যায়। হৈ-হট্টগোলের কারনে দীর্ঘ প্রায় ১৫ মিনিট সভা কার্যক্রম ব্যহত হয়। পরে কেন্দ্রীয় নেতাদের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে পুনরায় সভার কাজ শুরু করা হয়। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়