নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে ১২ বছরের আছমা আক্তার সঙ্গে ১৩ বছরের ইসমাইলের বাল্যবিয়ে। শুক্রবার বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইসকা এলাকায় গিয়ে যাচাই-বাচাইয়ের পর বয়স কম হওয়ায় এ বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ বলেন, বিষয়টি জানাজানির পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেয়া হয় বিষয়টি দেখার জন্য। তারা থানা পুলিশের সহযোগীতা নিয়ে যাচাই-বাচাই করলে বয়স কম প্রমাণিত হয়।
বিষয়টি আমাকে অবহিত করলে বাল্যবিয়েটি বন্ধ করে দেই। এছাড়া পূর্ন বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিলে দুই পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলেও সাফ জানিয়ে দেই।
প্রসঙ্গত, পাইসকা গ্রামের সানাউল্লাহ মিয়ার ১২ বছরের মেয়ে আছমা আক্তারের সঙ্গে পার্শবর্তি চারিতালুক গ্রামের হেলাল উদ্দিনের ১৩ বছরের ছেলে ইসমাইলের বিয়ে ঠিক করা হয়েছে। শুক্রবার তাদের বাল্যবিয়ে হওয়ার কথা ছিল। এর আগেই স্থানীয় প্রশাসন বিয়ে বন্ধ করে দেন।(ডিনিউজ)
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ বলেন, বিষয়টি জানাজানির পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেয়া হয় বিষয়টি দেখার জন্য। তারা থানা পুলিশের সহযোগীতা নিয়ে যাচাই-বাচাই করলে বয়স কম প্রমাণিত হয়।
বিষয়টি আমাকে অবহিত করলে বাল্যবিয়েটি বন্ধ করে দেই। এছাড়া পূর্ন বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিলে দুই পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে বলেও সাফ জানিয়ে দেই।
প্রসঙ্গত, পাইসকা গ্রামের সানাউল্লাহ মিয়ার ১২ বছরের মেয়ে আছমা আক্তারের সঙ্গে পার্শবর্তি চারিতালুক গ্রামের হেলাল উদ্দিনের ১৩ বছরের ছেলে ইসমাইলের বিয়ে ঠিক করা হয়েছে। শুক্রবার তাদের বাল্যবিয়ে হওয়ার কথা ছিল। এর আগেই স্থানীয় প্রশাসন বিয়ে বন্ধ করে দেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়