বাগেরহাট: বাগেরহাটে অপহরণের ২ দিন পর চিংড়ি ঘের থেকে চিংড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ উদ্ধারের পর বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশটি হস্তান্তর করা হয়।
বাগেরহাট সদর থানার এসআই মো. ফজলুল হক জানান, বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে চিংড়ি ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (২৮) গত ২৬ জুন চিংড়ি ঘেরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এদিন বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা পর আলমীরের মা ওই চিংড়ি ঘেরে ছেলের খোঁজে এসে তাকে পায়নি। আত্মীয়-স্বজনের বাড়ীতেও আলমগীরকে খুজে না পেয়ে দুঃচিন্তায় ভেঙ্গে পড়ে। পরে শুক্রবার সকালে রনবিজয়পুর এলাকার একটি চিংড়ি ঘেরে আলমগীরের মৃত দেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশসহ আলমগীরের বাড়ীতে খবর দেয়। সেখান থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলমগীরের লাশের মাথার দিকে নির্যাতনের চিহ্ন দেখে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।(ডিনিউজ)
বাগেরহাট সদর থানার এসআই মো. ফজলুল হক জানান, বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে চিংড়ি ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (২৮) গত ২৬ জুন চিংড়ি ঘেরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এদিন বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা পর আলমীরের মা ওই চিংড়ি ঘেরে ছেলের খোঁজে এসে তাকে পায়নি। আত্মীয়-স্বজনের বাড়ীতেও আলমগীরকে খুজে না পেয়ে দুঃচিন্তায় ভেঙ্গে পড়ে। পরে শুক্রবার সকালে রনবিজয়পুর এলাকার একটি চিংড়ি ঘেরে আলমগীরের মৃত দেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশসহ আলমগীরের বাড়ীতে খবর দেয়। সেখান থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলমগীরের লাশের মাথার দিকে নির্যাতনের চিহ্ন দেখে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়