Friday, June 28

বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতি : মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসার লোকজনকে মারধর করে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর রাতে বাহুবল উপজেলার লন্ডন প্রবাসী আবদুল কাইয়ুম জাকির বাড়িতে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। বাসার লোকজনকে মারধর করে দুই লাখ টাকা, ৪২ ভরি  স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে জনতা। 
এ ঘটনার প্রতিবাদে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, পুলিশ ইচ্ছা করলেই ডাকাতদের গ্রেফতার করতে পারত। কারণ পুলিশের সামনে দিয়েই ডাকাতরা একটি প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। বাসার মালিক আবদুল কাইয়ুম জাকি বলেন, “ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে আমাদের মারধর করে ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।”অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, ডাকাতদের আটকের চেষ্টা চলছে। আশা করি শিগগিরই তাদের আটক করা হবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়