ঢাকা : আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে সাংবাদিকরা প্রাসাদে জড়ো হওয়ার পরপরই ভবনের পূর্ব ফটকে হামলা শুরু হয়। হামলাকারীরা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষী এবং যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা ঘটনার বর্ণনায় বলেন, এ সময় বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। তবে হামলার সময় কারজাই প্রাসাদের ভেতরে ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট কারজাই প্রশ্ন তোলার এক দিন পর এই হামলার ঘটনা ঘটল।(ডিনিউজ)
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা ঘটনার বর্ণনায় বলেন, এ সময় বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ধোঁয়া উড়তে দেখা যায়। তবে হামলার সময় কারজাই প্রাসাদের ভেতরে ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট কারজাই প্রশ্ন তোলার এক দিন পর এই হামলার ঘটনা ঘটল।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়