ঢাকা : আন্তর্জাতিক পরমাণু শক্তি সম্মেলনে অংশ নিতে ইরানের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল রাশিয়া পৌছেঁছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের জাতীয় পরমাণু শক্তি সংস্থা'র প্রধান ফেরেইদুন আব্বাসি। 'একবিংশ শতাব্দিতে পরমাণু শক্তি' শীর্ষক সম্মেলনটি আয়োজন করছে খোদ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। এতে সহযোগিতা দিচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা। আগামী ২৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত সম্মেলন চলবে। এতে টেকসই উন্নয়নে পরমাণু শক্তির ভূমিকা, পরমাণু নিরাপত্তা ও পরমাণু শক্তির ভবিষ্যতসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ইরানের প্রতিনিধি দল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, আগামীকাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক শিল্প ফোরাম 'এটোমেক্সপো'তে ইরান অংশ নেবে। ইরানি প্রতিনিধি দল সেখানে পরমাণু ক্ষেত্রে ইরানের সাফল্য তুলে ধরবে। ইরান এই প্রথম 'এটোমেক্সপো'তে অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ প্রদর্শনীতে অংশ নেবে।(ডিনিউজ)
সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ইরানের প্রতিনিধি দল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, আগামীকাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক শিল্প ফোরাম 'এটোমেক্সপো'তে ইরান অংশ নেবে। ইরানি প্রতিনিধি দল সেখানে পরমাণু ক্ষেত্রে ইরানের সাফল্য তুলে ধরবে। ইরান এই প্রথম 'এটোমেক্সপো'তে অংশ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ প্রদর্শনীতে অংশ নেবে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়