Tuesday, June 25

পটুয়াখালীতে ইউপি নির্বাচনে বিএনপির ২ প্রার্থী জয়ী

পটুয়াখালী: জেলার দুমকি উপজেলার নব-গঠিত দুইটি ইউনিয়ন শ্রীরামপুর ও লেবুখালী ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত দুই প্রার্থী মো: সাইফুল আলম মৃধা ও আবদুল জব্বার সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
অপরদিকে সোমবার লেবুখালীর পাগলা চত্বরে বেলা ১১টার দিকে  নির্বাচিত ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংষতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তঃত ২০ কর্মী আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় ১০ টি মটর সাইকেল ভাংচুর করা হয়। পরে দুমকী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভাংচুর করা মটরসাইকেল জব্দ করে থানা নিয়ে যায়। 
এদিকে, শ্রীরামপুর ইউপি নির্বাচনে বিএনপির উপজেলা সেক্রেটারী মো: সাইফুল আলম মৃধা  (চশমা) ২ হাজার ৯শ’ ৮০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মো: আমিনুল ইসলাম সালাম (আনারস) পেয়েছেন ২ হাজার ৪শ’ ২৫ ভোট। লেবুখালী ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল জব্বার সিকদার (তালা) ২হাজার ৪শ’ ৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এখানেও নিকটতম  প্রার্থী  ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহআলম হাওলাদার পেয়েছেন ১হাজার ৮শ’ ৫৪ভোট।
গত রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন ও গণনা শেষে কেন্দ্র ওয়ারী ফলাফল প্রকাশ করা হয়েছে। রাত ৯টায় দুমকি উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুম থেকে বেসরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়