Tuesday, June 25

পূর্ণিমার প্রভাবে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত

পটুয়াখালী: বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ ও আষাঢ়ে পূর্ণিমার জোঁ’র প্রভাবে সাগরের পানি ফুঁসে ওঠায় উপকূলীয় জেলার অভ্যন্তরীণ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। লাক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে দুর্ভোগের শিকার হচ্ছে। 
খোঁজ নিয়ে জানা গেছে, বগা বন্দর, কলাপাড়া, হাজীপুর, মহিপুর ও লেবুখালী ফেরীঘাটের পন্টুন ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিত  যানবাহন চলাচল। বেলা ১২টা থেকে কয়েক ঘন্টা বন্ধ ছিল পটুয়াখালীর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ। এদিকে, শহর রক্ষা বাঁধের কয়েকটি স্লুইজ গেটের রেগুলেট বিকল থাকায় শহরের পৌর এলাকার বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্ধি হয়ে পরেছে।  
এছাড়াও ধাপে-ধাপে বৃষ্টিপাত হওয়ায় জেলা ও উপজেলার মানুষের স্বাভাবিত কার্যক্রম ব্যহত হচ্ছে। তুলনামূলকভাবে জেলা শহরেও যান চলাচল ছিল খুবই কম। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দাবী করেন, গেটগুলো খোলা থাকায় এই পানি উঠেছে। এগুলো বন্ধ করে দেয়া হচ্ছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়