Wednesday, June 5

৬ষ্ঠ মেয়র কাপ দাবায় জিয়ার ছয় পয়েন্ট

ঢাকা : ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠানরত ৬ষ্ঠ মেয়র কাপ আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতার দশম রাউন্ডের খেলা শেষে ১০ খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ছয় পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী পাঁচ পয়েন্ট করে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সাড়ে চার পয়েন্ট, কাজী তাহেরুল ইসলাম, যোয়ার হক প্রধান ও আবুল কাশেম সাড়ে তিন পয়েন্ট করে এবং কাজী মাহবুব আফজাল তিন পয়েন্ট অর্জন করেছেন। বুধবার অনুষ্ঠিত দশম রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার তেজকুমারের সাথে ড্র করেন। দেবরাজ জিভোর্গিয়ান মারিয়াকে পরাজিত করেন। রাজীব ভারতের চিন্ময় কুলকার্নির কাছে, পরাগ ভারতের প্রনব বিজয়ের কাছে, তাহের শ্রীলংকার ভিট্টাসিনহা বাসন্তর কাছে, যোয়ার ভারতের রেড্ডি চক্রবর্তীর কাছে ও আফজাল ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার ইভানা মারিয়া ফুর্তাদোর কাছে হেরে যান। 

১৪তম আশিয়ান + এইজ গ্রুপ দাবা চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের মোহাম্মদ ফাহাদ রহমান থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠিতব্য ১৪তম আশিয়ান+এইজ গ্রুপ দাবা চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করছেন। তিনি তিনটি ইভেন্টে অংশ নিবেন এগুলো হচ্ছে ঃ স্ট্যান্ডার্ড দাবা, র‌্যাপিড দাবা ও বিদ্যুৎ গতি দাবা। আগামী ৬ ও ৭ জুন র‌্যাপিড ও বিদ্যুৎ গতি দাবা অনুষ্ঠিত হবে। স্ট্যান্ডার্ড দাবা অনুষ্ঠিত হবে ৮ হতে ১৩ জুন পর্যন্ত। এ চ্যাম্পিয়নশিপস এর স্ট্যান্ডার্ড দাবার বয়স ভিত্তিক চ্যাম্পিয়নরা ফিদে মাস্টার খেতাব পাবেন। ফাহাদ বুধবার দুপুরে থাই এয়ারওয়েজ যোগে চিয়াং মাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। জেমকন গ্র“প ফাহাদকে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়