Wednesday, June 5

সবার আগে বিশ্বকাপে জাপান

ঢাকা :২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এশীয় অঞ্চলের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে উত্তরণ নিশ্চিত করেছে জাপান। ঘরের মাঠ সাইতামায় ৮১ মিনিটে প্রতিপক্ষের স্ট্রাইকার টমি ওরের গোলে পিছিয়ে পড়া জাপানকে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন মিডফিল্ডার কেইসুকি হোন্ডা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে জাপানের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত। পাঁচটি দলের এই গ্রুপে ৬টি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ও জর্ডানের পয়েন্ট ৭ করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়।
চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ওমান (৬ ম্যাচে ৫ পয়েন্ট) ও ইরাক (৫ ম্যাচে ৫ পয়েন্ট)। এশীয় অঞ্চলে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি বিশ্বকাপ খেলবে। তৃতীয় দুই দলের বিজয়ীরা প্লে-অফে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে লড়বে।

(ডিনিউজ)


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়