Wednesday, June 5

২২ শর্তে ব্যাক্তি হিরনকে জাতীয় পার্টির সমর্থন

বরিশাল: বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির টেলিভিশন মার্কার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শওকত হোসেন হিরনকে অনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বরিশাল জেলা ও মহানগর জাতীয়পার্টি। তবে ব্যাক্তি হিরনকে ২২ র্শত পালন করতে হবে। বুধবার বরিশাল প্রেসক্লাব মিলেনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থন দেয়া হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা’র সভাপতি মহাসিন উল ইসলাম হাবুল এক লিখিত বক্তব্যে এ সমর্থন দেন। তিনি বলেন, বরিশাল নগর উন্নয়নে শওকত হোসেন হিরন বিগত দিনে ব্যপক ভূমিকা রেখেছেন। যেহেতু বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোন প্রার্থী দেয়নি এবং এটি একটি স্থানীয় নির্বাচন সেহেতু স্থানীয় উন্নয়নের কথা চিন্তা করে আমরা দল নয় ব্যক্তি হিরনকে সম্মিলিত ভাবে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার থেকে পার্টির সকলস্থরের নেতা-কর্মিরা টেলিভিশন প্রতীকের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করবেন। এ লক্ষ্যে পার্টির মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন হাবিলকে আহবায়ক ও সদর উপজেলা আহবায়ক বশির আহম্মেদ ঝুনুকে সদস্য সচিব করে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। আমরা মনে করি সকলের সম্মিলিত চেস্টায় শওকত হোসেন হিরন পূনরায় বিজয়ী হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা’র সভাপতি মহাসিন উল ইসলাম হাবুল আরো জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষেই শওকত হোসেন হিরনকে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্টির মহানগর সভাপতি মীর আলফাজ উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ভাট্টি, জাহাঙ্গির হোসেন মানিক, ফরহাদ হোসেন হাবিল, বশির আহম্মেদ ঝুনু, আবুল কাশেম প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়