আমতলী(বরগুনা)প্রতিনিধি।। পূর্নিমার জো তে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমতলী উপজেলার শতাধিক গ্রাম পানিবন্ধী হয়ে পড়েছে। উপকূলীয় আমতলী উপজেলার পায়রা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে জোয়ারের চেয়েও ৩/৪ফুট নদীর পানি। ফলে আমতলী উপজেলার নিম্নাঞ্চলে অবস্থনরত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে উপকূলীয় এলাকার মানুষ। জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার রাস্তাঘাট ও বেশির ভাগ এলাকা পানিতে ডুবে গেছে। উপজেলার বৈঠাকাটা, পাতাকাটা, পুর্বচিলা, টেপুরা. কাঠালিয়া, ফকিরহাট, জয়ালভাঙ্গা, গাবতলী, তেতুলবাড়িয়া এলাকার ঘরবাড়িতে পানি উঠে গেছে। এসব এলকায় শত শত মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। এছাড়াও উপজেলার প্রায়২০টি গ্রাম প¬াবিত হয়েছে। এবং উপজেলার গাবতলী ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প সহ বেড়ি বাঁধের বাইরের আশ্রয়নগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। এ সব এলাকার মানুষরা চরম ভোগান্তির মধ্যে বসবাস করছেন।(ডিনিউজ)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়