Tuesday, June 25

বেনজির হত্যা মামলায় চার্জশিট; পারভেজ মুশাররফ অভিযুক্ত

ঢাকা : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এফআইএ) বেনজির ভুট্টো হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি এ সংক্রান্ত চার্জশিট রাওয়াল পিন্ডির সন্ত্রাসবাদ বিরোধী আদালত (এটিসি)’তে জমা দিয়েছে। পাকিস্তানের ডননিউজ এসব তথ্য জানিয়েছে।

এফআইএ’র চার পয়েন্টের চার্জশিটে পারভেজ মুশাররফকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই চার্জশিটে চার জন সাক্ষীর সাক্ষ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জন মার্কিন প্রতিবেদক রয়েছেন। পাশাপাশি নিহত বেনজির ভুট্টোর বক্তব্যও তাতে স্থান পেয়েছে।

রাওয়ালপিন্ডির আদালত আগামী শুনানির দিন পারভেজ মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক জনসভায় গুলি ও বোমা হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়