Tuesday, June 25

ক্লিনটন-মনিকা কেলেঙ্কারির জিনিস নিলামে

ঢাকা : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউসের কর্মী মনিকা লিওনেস্কির বহুল আলোচিত যৌন কেলেঙ্কারির ঘটনা তদন্তে ব্যবহূত কিছু জিনিস এবার নিলামে উঠেছে। অনলাইনে এ নিলাম পরিচালনা করছে লস অ্যাঞ্জেলেসের নিলামকারী প্রতিষ্ঠান নেট ডি স্যান্ডার্স অকশনস।  রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, নব্বইয়ের দশকে এ কেলেঙ্কারির ঘটনা তদন্ত করেন বিশেষ কৌঁসুলি কেনেথ স্টার। এ সময় তাঁর কাছে ৩২টি জিনিস তুলে দেন মনিকার সাবেক প্রেমিক অ্যান্ডি ব্লেইলার। এর মধ্যে ব্লেইলারকে লেখা ক্লিনটনের একটি চিঠি, মনিকার ছবি ও কার্ড, ব্লেইলারের স্ত্রী কেট নাসনকে দেওয়া মনিকার উপহার (পোশাক) রয়েছে। এই ৩২টি জিনিসের দাম নিলামে ২৫ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠানটি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়