ঢাকা : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউসের কর্মী মনিকা লিওনেস্কির বহুল আলোচিত যৌন কেলেঙ্কারির ঘটনা তদন্তে ব্যবহূত কিছু জিনিস এবার নিলামে উঠেছে। অনলাইনে এ নিলাম পরিচালনা করছে লস অ্যাঞ্জেলেসের নিলামকারী প্রতিষ্ঠান নেট ডি স্যান্ডার্স অকশনস। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, নব্বইয়ের দশকে এ কেলেঙ্কারির ঘটনা তদন্ত করেন বিশেষ কৌঁসুলি কেনেথ স্টার। এ সময় তাঁর কাছে ৩২টি জিনিস তুলে দেন মনিকার সাবেক প্রেমিক অ্যান্ডি ব্লেইলার। এর মধ্যে ব্লেইলারকে লেখা ক্লিনটনের একটি চিঠি, মনিকার ছবি ও কার্ড, ব্লেইলারের স্ত্রী কেট নাসনকে দেওয়া মনিকার উপহার (পোশাক) রয়েছে। এই ৩২টি জিনিসের দাম নিলামে ২৫ থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠানটি।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়