ঢাকা: জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা মনে করেন এ দেশ পৈত্রিক সম্পত্তি হিসেবে পেয়েছেন। এ দেশের মালিক তিনি।’
তিনি বলেন, ‘৭ মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন তাহলে ২৫ মার্চ কালো রাতে নিরীহ মানুষের ওপর পাকিস্তানি সেনাদের আক্রমণের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ না করে পরের দিন হরতাল দিয়েছিল কেন? তারা তো সীমান্ত অতিক্রম করে কলকাতা পাড়ি দিয়েছিলো। শেখ মজিব কোনো দিন বলেননি, জিয়া স্বাধীনতার ঘোষণা দেননি।’
গয়েশ্বর বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা নেই। আছে মালিকদের স্বাধীনতা। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই সে দেশের মানুষ স্বাধীন থাকতে পারে না।’
তিনি বলেন, ‘আজকে দলের অনেকেই জিয়াউর রহমানের প্রতি ভালবাসার কথা বলেন। যদি জিয়ার প্রতি ভালবাসা থাকতো তাহলে এক/এগারোর সময় তার পরিবার তছনছ হতো না। জিয়ার পরিবার ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতো না।’
জনগণের প্রতি দায়িত্ববোধ, কর্মনিষ্ঠতা ও দেশপ্রেম সম্পর্কে জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নিতে উপস্থিত দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ নূর আফরোজা বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অ্যাডভোকেট খন্দকার জিল্লুর রহমান বক্তব্য দেন।(ডিনিউজ)
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা মনে করেন এ দেশ পৈত্রিক সম্পত্তি হিসেবে পেয়েছেন। এ দেশের মালিক তিনি।’
তিনি বলেন, ‘৭ মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন তাহলে ২৫ মার্চ কালো রাতে নিরীহ মানুষের ওপর পাকিস্তানি সেনাদের আক্রমণের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ না করে পরের দিন হরতাল দিয়েছিল কেন? তারা তো সীমান্ত অতিক্রম করে কলকাতা পাড়ি দিয়েছিলো। শেখ মজিব কোনো দিন বলেননি, জিয়া স্বাধীনতার ঘোষণা দেননি।’
গয়েশ্বর বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা নেই। আছে মালিকদের স্বাধীনতা। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই সে দেশের মানুষ স্বাধীন থাকতে পারে না।’
তিনি বলেন, ‘আজকে দলের অনেকেই জিয়াউর রহমানের প্রতি ভালবাসার কথা বলেন। যদি জিয়ার প্রতি ভালবাসা থাকতো তাহলে এক/এগারোর সময় তার পরিবার তছনছ হতো না। জিয়ার পরিবার ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতো না।’
জনগণের প্রতি দায়িত্ববোধ, কর্মনিষ্ঠতা ও দেশপ্রেম সম্পর্কে জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নিতে উপস্থিত দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ নূর আফরোজা বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অ্যাডভোকেট খন্দকার জিল্লুর রহমান বক্তব্য দেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়