Thursday, June 6

নৈরাজ্য ছেড়ে খালেদাকে নির্বাচনে আসতে মায়ার আহ্বান

ঢাকা :বিরোধীদলীয় নেতাকে হত্যা ও সন্ত্রাসের পথ পরিহার করে ভোটের রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানুষ হত্যা করতে করতে পরিশান্ত। এখন তার কথার সুর পরিবর্তন হয়েছে। তিনি বুঝতে পেরেছেন জনগণ আর তাকে চায় না। তাই এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

বর্তমান সরকার মেয়াদ শেষের এক ঘণ্টা আগেও ক্ষমতা ছাড়বে না বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মায়া আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি ওয়ার্ড ও থানায় সংগঠনকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়