ঢাকা: জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সুসান রাইস বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে যাচ্ছেন।
সুসান বর্তমান উপদেষ্টা টম ডনিলনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। শীঘ্রই টম ডনিলন এক ঘোষণার মাধ্যমে পদত্যাগ করবেন। তিনি তিন বছর ধরে বারাক ওবামার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে সুসান রাইস যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে লড়বেন বলে আভাস দিয়েছিলেন কিন্তু কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধীতার মুখে তিনি তার নাম প্রত্যাহান করে নেন।
লিবিয়ায় হামলায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক নিহতের ঘটনায় সুসান রাইসের মন্তব্য বেশ আলোড়ন ফেলে। মন্তব্যের জন্য তিনি বেশ সমলোচিত হন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ৪৮ বছর বয়সী সুসান প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ রাজনীতিক উপদেষ্টা হতে যাচ্ছেন।
তবে সুসানের নতুন এই পদের জন্য আলাদাভাবে সিনেট থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
শীঘ্রই বারাক ওবামা সুসানের পরিবের্তে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করবেন এমন একজনের নাম ঘোষণা করবেন।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়