Monday, June 10

এডিশনাল ডিআইজির পক্ষ থেকে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে রঙ্গিন টিভি প্রদান


নিজস্ব প্রতিবেদক:
 সিলেট রেঞ্জের পুলিশের এডিশনাল ডিআইজি সদ্য বিদায়ী সিলেটের পুলিশ সুপার এম. সাখাওয়াত হোসেন কর্তৃক কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিনোদনের জন্য প্রদত্ত ২১ ইঞ্চি কালার টিভি আজ সোমবার বেলা ২টায় প্রদান করা হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ এম এ হাই ও ওসি (তদন্ত) শাহ গোলাম মর্তুজা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  স্কুলের সকল ছাত্রীদের উৎসব মুখর উপস্থিতিতে প্রধান শিক্ষক মামুন আহমদের হাতে টেলিভিশনটি তুলে দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার সিনিয়র সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ, এসআই মুজাম্মেল হোসেন, এএসআই শমিরন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক হারুন রশিদ, জামিল আহমদ, শামীম আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আব্দুন নূর প্রমুখ। প্রসঙ্গত যে, সম্প্রতি রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন স্কুলের ৮শতাধিক ছাত্রীদের চিত্তবিনোদনের জন্য উপহার স্বরূপ টেলিভিশন প্রদানের ঘোষণা দেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়