Monday, June 10

কানাইঘাটে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি


নিজস্ব প্রতিবেদক:
গত রোববার রাতে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামে আবু শহিদ নামের এক ব্যক্তি নিজের ভাই দাবী করে এক অজ্ঞাতনামা লোকের লাশ দাফনের প্রক্রিয়া নিয়ে এলাকায় ব্যাপক তুলকালাম ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে রাত ১২টা পর্যন্ত বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমান। জানা যায়, নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র উপজেলা রোডে অবস্থিত বহুতল একটি ভবনের মালিক কোটিপতি আবু শহিদের আপন বড় ভাই উমর আলীসহ ২ সহোদর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছেন। মাসখানেক পূর্বে আবু শহিদের ভাই মানসিক ভারসাম্যহীন উমর আলী (৪৫) বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। গত রোববার বিকাল ৫টার দিকে কানাইঘাট চতুল বাজারে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেলে কোটিপতি আবু শহিদ সেখানে গিয়ে মৃত ব্যক্তিটি তার ভাই উমর আলী বলে সনাক্ত করে আত্মীয়-স্বজনরা নিজ বাড়ী নিয়ে এসে কাফন-দাফনের ব্যবস্থা করেন। যথারীতি কবর খনন ও জানাযার প্রস্তুতি নেওয়ার পর এক পর্যায়ে রাত ৭টার দিকে যাকে মৃত লাশ হিসাবে সনাক্তকারী উমর আলী কানাইঘাট উত্তর বাজারে ঘুরাফেরা করতে দেখে বাজারের লোকজন বিষয়টি আবু শহিদকে মোবাইল ফোনে জানান। এ ঘটনা জানাজানির পর আবু শহিদের আত্মীয়-স্বজনদের মধ্যে তোলপাড় ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে জীবিত মানসিক ভারসাম্যহীন উমর আলীকে এবং অজ্ঞাতনামা ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হলে সেখানে উৎসুক জনতা ভীড় জমান। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বেওয়ারিশ মৃত ব্যক্তির লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানা পুলিশ আজ সিলেট ওমেক হাসপাতালে পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করে। বেওয়ারিশ লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আবু শহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, উমর আলীসহ তার ২ ভাই মানসিক ভারসাম্যহীন। মৃত অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখতে অবিকল আমার ভাই উমর আলীর মতো হওয়ায় পরিবারের লোকজন সনাক্ত করে তাকে কাফন-দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়। পরে আমার ভাই জীবীত খোঁজ পাওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিকে থানা হেফাজতে দেই।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়