Monday, June 10

ওলিউর রহমানের হামলার প্রতিবাদে গাছবাড়ী মর্ডাণ একাডেমীর ছাত্র-শিক্ষকদের মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাট গাছবাড়ী মর্ডাণ একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি আ’লীগ নেতা ওলিউর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মৌন মিছিল ও র‌্যালী করেছে মর্ডাণ একাডেমীর ছাত্র-শিক্ষকরা। আজ সোমবার সকাল ১১টায় স্কুলের কয়েকশ ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের অংশ গ্রহণে স্থানীয় গাছবাড়ী বাজারে মৌন মিছিল বের হয়। মিছিলটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় স্কুলে এসে শেষ হয়। শিক্ষার্থীরা প্লেকার্ড বহন করে নানা স্লোগান ধারণ করে ওলিউর রহমানের উপর বর্বরোচিত হামলাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী  জানিয়েছে প্রশাসনের কাছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়